ইনস্টাগ্রামে এলো ডার্ক মোড

৯ অক্টোবর, ২০১৯ ২২:৫১  
স্মার্টফোনে বেশ সাড়া ফেলেছে ডার্ক মোড ফিচার। আর তাই বিভিন্ন অ্যাপসে এই বিশেষ ফিচার চালু করছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় ইনস্টাগ্রামে যুক্ত করা হয়েছে ডার্ক মোড ইন্টারফেস। অ্যাপটির সর্বশেষ সংস্করণে এটি পাওয়া যাচ্ছে। খবর এনগ্যাজেট। এর আগে কিছু দিনের জন্য বেটা সংস্করণে ছিলো ফিচারটি। এবার সবার জন্যই সেটি উন্মুক্ত করা হয়েছে। অফিশিয়াল টুইটার পোস্টে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডাম মোসেরি বিষয়টি উল্লেখ করেছেন। মোসেরি জানান, আইওএস ১৩ এবং অ্যান্ড্রয়েড ১০ ডিভাইসে এই সুবিধা পৌছে গেছে। এছাড়া অ্যান্ড্রয়েড ৯ ফোনের যেগুলো সিস্টেম-ওয়াইড ডার্ক মোড সমর্থন করে সেগুলোতেও এই ফিচারটি কাজ করছে। ডিভাইস সেটিং থেকে ডার্ক মোড থিম টগল করলেই নতুন ফিচারটি চালু হবে। ডিবিটেক/বিএমটি